Resistance to Child Abuse(শিশু নির্যাতন প্রতিরোধ) Public Awareness (জনসচেতনতা)
Child abuse is a terrible epidemic that we at child help are dedicated to put an end to. To do this, we need to first increase awareness of the issue itself. https://cgd-sharia.blogspot.com/2015/05/child-abuse.html শিশু নির্যাতন একটা ভয়ানক মাহামারীর রুপ নিয়েছে। এজন্য আমাদের সন্তানদের সাহায্যে সবসময় সজাগ থাকতে হবে। প্রথমেই যেটা প্রয়োজন, আমাদের সমস্যাটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আপনার বাচ্চাদের অল্প বয়সে শিক্ষাদান করার প্রয়োজনীয় কিছু বিষয়ের একটি তালিকা দেওয়া হল: - আপনার সন্তানের সামনে পোশাক বদলানো থেকে বিরত থাকুন যখন ছেলে অথবা মেয়ের বয়স 2 বছর। তাদের বা নিজেকে অজুহাত দিতে শিখান। - আপনার ৩ বছর বয়সী সন্তানদের শিখান কীভাবে তাদের ব্যক্তিগত অংশগুলিকে সঠিকভাবে পরিস্কার করতে হয় এবং সতর্ক করুন তারা যেন কাওকে তাদের এই এলাকাকে স্পর্শ করার অনুমতি না দেয়। এমনকি আপনিও এর অন্তর্ভুক্ত (মনে রাখবেন, শিশু নির্যাতন বাড়ি থেকেই শুরু হয় )। - আপনার শিশু কন্যা সন্তানকে সাবধান করুন কখনও যেন সে কোন পুরুষের কোলে না বসে, এমনকি কোন মামা-চাচার কোলেও না। ...